5169
Loading ...

কুলাউড়ার কাদিপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজার এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল মুকিদ, মোঃ আব্দুল মুমিন ও মোঃ আব্দুল তাহমিদ-এর পরিবারের পক্ষ থেকে এ মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।


২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ মজমিল আলীর সভাপতিত্বে এবং শিবলু আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আজাদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিশেষ করে শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করা একটি মহৎ উদ্যোগ এবং এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ বিশ্লেষক ও টিম জার্নালিস্টের প্রধান উপদেষ্টা মুক্তাদির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল জামাল, লন্ডন প্রবাসী আব্দুল মুমিন, তাহমিদ আহমেদ, হাফেজ মোহাম্মদ আব্দুল লতিফ, জায়েদ রহমান, রউফ মিয়া, রকিব মিয়া, আব্দুল আজিজ রিপন, সুলতান আহমদ, মকুল মিয়া, সাজু আহমেদ, লিমন আহমেদ, সুমন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের মানুষের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে থেকেছেন। তাদের এ অবদান দেশের সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কাজে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়ায় দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *