সাহা নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন আরোহী মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ও মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।