5169
Loading ...

কুয়াকাটায় ট্রলার মালিকের মারধরে এক জেলের মৃত্যু, তিনজন হাসপাতালে

তানজিল জামান জয়, (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় ট্রলারে দেরিতে পৌঁছানোর জেরে চার জেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। এতে হেলাল হাওলাদার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দরের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন—সাদ্দাম আকন, ইউনুচ ও আসাদুল।

নিহত ও আহত জেলেদের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সমুদ্রযাত্রার প্রস্তুতিতে থাকা ট্রলারে দেরি করে পৌঁছান তারা। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ট্রলার মালিক মন্টু ব্যাপক মারধর করেন। এ সময় চার জেলেই গুরুতর আহত হন। পরে আহতদের নিয়েই ট্রলারটি সাগরে রওনা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ট্রলারটি ঘাটে ফিরে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন।

অন্য তিন জেলের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, নিহত হেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ও আহতদের স্বজনরা এসে পৌঁছালে মামলার রুজু করা হবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *