5169
Loading ...

সহায়-সম্বলহীন শুক্কুরী বেগমকে ঘর উপহার দিলেন তারেক রহমান

মামুন রণবীর (নেত্রকোণা প্রতিনিধি): নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সহায় সম্বলহীন শুক্কুরী বেগম মানবেতর জীবন পার করছিলেন। ৭০ বছর বয়সী এই বৃদ্ধা ছিন্নভিন্ন কম্বল দিয়ে মোড়ানো একটি ঝুপড়িতে কোনরকম দিন কাটাচ্ছিলেন। তার ছিলনা কোন আশ্রয়ের নিশ্চয়তা বা উপার্জনের উপায়। বর্ষা বা শীতে চরম দুর্ভোগ ছিল তার নিত্যসঙ্গী।

দুর্গাপুর পৌর শহরের খুজিউড়া এলাকার শুক্কুরী বেগমের অসহায়ত্বের কথা জেনে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হতদরিদ্র এই বৃদ্ধার জীবনকে সহজ করতে তারেক রহমানের পক্ষ থেকে তাকে একটি নতুন ঘর উপহার দেয়া হয়েছে। এই মানবিক উদ্যোগের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুক্কুরী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ। এসময় জেলা,উপজেলা,পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, জীবনসংগ্রামে একমাত্র ছোট নাতিকে নিয়ে বসবাস করছিলেন এই বৃদ্ধা। প্রতিবেশীদের সহানুভূতির উপর ভর করে তার জীবন চলছিলো। নতুন ঘর পাওয়ায় তার একটা সম্বল হলো বলে মনে করেন এলাকাবাসী। শুক্কুরী বেগম শান্তিতে থাকবেন এটা এলাকাবাসীর কাছে আনন্দের।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত শুক্কুরী বেগম যখন কাঁপা গলায় কথা বলছিলেন তখন তার চোখে আনন্দাশ্রু। তিনি বলেন, আজ আমি অনেক খুশি। আমি দোয়া করি, আমার মাথার যতগুলো চুল আছে, ততদিন আল্লাহ তাদের বাঁচাইয়া রাখুক। তাদের শান্তিতে রাখুক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বামী ও সন্তানহারা, সহায়-সম্বলহীন ৭০ বছর বয়সী শুক্কুরী বেগমকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেয়া হয়েছে। একমাত্র ছোট নাতিকে নিয়ে থাকার কোনো নিরাপদ স্থান ছিল না তার। সেই শূন্যতা পূরণ করার উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করা হয়েছে।

তিনি আরো বলেন, জনাব তারেক রহমান বলেছেন, ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সফলতা’। আমাদের দলের পক্ষ থেকে এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *