5169
Loading ...

এমপিওভুক্ত শিক্ষকদের ধৈর্য ফুরিয়েছে: শিক্ষক সমাজ বিদ্রোহে

রাষ্ট্রের প্রতিটি খাতে অবাধ লুটপাট—শত কোটি টাকা পাচার হয়, অপব্যয় হয়, ভোজসভায় উড়ে যায় কোটি কোটি টাকা। অথচ এমপিওভুক্ত শিক্ষকদের অধিকার দিতে এলে হঠাৎই রাষ্ট্র কপট মুখে বলে, “সক্ষমতা নেই”! এ এক নির্মম প্রতারণা। এ এক ঘৃণ্য প্রহসন।

১৩ আগস্টের মহাসমাবেশে শিক্ষক সমাজের বজ্রনিনাদ প্রমাণ করেছে—ধৈর্যের শেষ সীমা অতিক্রান্ত। সরকার ২০% বাড়ি ভাড়া দেওয়ার মিষ্টি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবায়নের নামগন্ধ নেই। মধুর ভাষণ আর বকধার্মিক আশ্বাস দিয়ে কতকাল শিক্ষক সমাজকে ঠকানো হবে?

আজ শিক্ষক সমাজ আর সরল নীরব জনতা নয়। তাদের চোখে জমে আছে আগুন, বুকের ভেতরে জ্বলছে ক্রোধের দাবানল। আর এক পা পেছনে সরবে না, আর এক ফোঁটা প্রতারণা সহ্য করবে না।

সরকারকে বুঝতে হবে—শিক্ষক সমাজ ঘরে ফেরার জন্য পথে নামেনি; পথে নেমেছে দাবির আগুন জ্বালাতে। এই আগুন নিভবে না, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

এনাফ ইজ এনাফ। প্রতিশ্রুতির ভাঁড়ার খালি হয়েছে। এবার পদক্ষেপ চাই, এখনই চাই। না হলে শিক্ষক সমাজের প্রতিরোধ এমন রূপ নেবে, যা সামলানো কারও পক্ষেই সম্ভব হবে না।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *