Breaking News

১০ বছরের কম বয়সী একজন শিশু করোনায় আক্রান্তদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪১ জন রোগী শনাক্ত হয়েছেন।নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন শিশু রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ১৭ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। নতুন শনাক্ত হওয়া ৪১ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার এবং ১৫ জন নারায়ণগঞ্জের বাসিন্দা। গত ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।