Breaking News

তুরস্কে খেলা থামিয়ে মাঠেই ইফতার করলেন ফুটবলাররা

খেলা থামিয়ে মাঠেই ইফতার সারলেন তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা। দেশটির লিগ ফুটবলে প্রথম রমজানে এমন ঘটনা ঘটে।
ম্যাচের তখন সবে ১০ মিনিট। আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান।

৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।যদিও ম্যাচটি ২-১ গোলে হেরেছে আঙ্কারা।

এর আগে ম্যাচ চলাকালে ইফতার করে আলোচনায় এসেছিলেন আয়াক্সের দুই মুসলিম ফুটবলার হাকিম জিয়েচ ও নুসাইর মাজরুইয়ের।