Breaking News

একদিনে ৭৮ জনের মৃ’ত্যু, আক্রান্ত প্রায় ৬ হাজারদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আরও ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
খালেদা জিয়ার বাড়ির ৬ জন করোনায় আক্রান্ত

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ড্রাইভার জালাল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) তাকে নরসিংদীর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, গুলশান-২ এর ৭৯ নাম্বার সড়কে খালেদা জিয়ার বাসভবনেই থাকতেন ৬ জন। তাদের মধ্যে প্রথম আক্রান্ত হন ড্রাইভার জালাল। সবাই একটা বড় কক্ষে থাকতেন।

ধারণা করা হচ্ছে, জালালের থেকেই সবাই আক্রান্ত হয়েছেন। সবাইকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা এখন পর্যন্ত শারীরিক জটিলতায় পড়েনি।

আরও জানা গেছে, বেগম খালেদা জিয়া করোনায় পজিটিভ হলেও এখন পর্যন্ত জটিল কোন সমস্যার লক্ষণ পাওয়া যায়নি। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। সূত্র- বাংলাভিশন।