Breaking News

বউ- গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্ট না হোটেলে যাবে সেটা ব্যক্তিগত বিষয়: নুরুল হক নুরডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একজন মানুষ তার বউ, গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে যাবে নাকি হোটেলে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে সরকারি দলের এত মা’থা ব্য;’থার কারণ কি? একেবারে ছাত্রলীগ, যুবলীগ, প্রশাসন, মিডিয়া সব রিসোর্টে হাজির, সংসদেও আ’লো’চনার ঝ;ড়!

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুর এসব বলেন। তিনি বলেন, একজন ব্যক্তির মোবাইলে ‘প”র্ন ভিডিও থাকবে নাকি নাচ-গানের ভি’ডিও থাকবে সেটা তার বিষয়। সেগুলোকে র’ঙচ’ঙ মা’খি’য়ে জনমনে বি;’ভ্রা’ন্তি ছড়াতে মিডিয়ার মাধ্যমে প্র’চার।

নুরুল হক নুর বলেন, এগুলো কি প্রমাণ করে না, প্র;তিপ;ক্ষকে ফাঁ;’সা’তে সরকারি দলের স্ক্রি’প্টের নাটক! যা এ সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দ’মনে অহরহ করছে। জনসমর্থনহী’ন সরকার অ’বৈধভাবে ক্ষ;মতায় থাকতে রাজনীতিতে দু’;র্বৃত্তা’য়ন ঘ;টিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে এখন এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।