Breaking News

বয়স ৪৬-এ উষ্ণতা ছড়ালেন রচনা (ভিডিও)ডিসেম্বরের শেষ, ক্রিসমাস উপলক্ষে বলিউড থেকে টলিউড প্রায় সব তারকাই মজে রয়েছেন সেলিব্রেশনে। বাদ গেলেন না রচনা ব্যানার্জিও।
আপাতত তিনি ‘ফেস্টিভ মুড’-এ। শীতের সন্ধ্যায় আগুন জ্বালিয়ে ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-র ‘গরমি’ গানে উষ্ণতা ছড়ালেন রচনা। পরনে জিন্সের উপর লাল-কালো-সাদা চেক সোয়েটার।

বন ফায়ার-এর সামনেই বাদশা-নেহা কক্করের ‘গরমি’ গানে নাচছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে গতকাল এমনই একটি ভিডিও পোস্ট করেছেন রচনা। গত অক্টোবরে ৪৬ এর জন্মদিন সেলিব্রেট করেছেন রচনা।

তবে এখনও যে তিনি অনেকের থেকে বেশি আবেদনময়ী তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বড়দিনের ছুটি কাটাতে ‘ইবিজা ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা’তে পিকনিকে গিয়েছিলেন রচনা। সঙ্গে ছিল ছেলে প্রণীল।

সেখানেও বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার বেশকিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিল অভিনেত্রী তথা ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা।

রচনার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন