Breaking News

তুরস্কে শ্রমিকদের মজুরি ২১ শতাংশ বাড়াচ্ছেনতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ দশমিক ৫৬ শতাংশ বাড়াচ্ছে ইউরোপের অন্যতম দেশ তুরস্ক। গত সোমবার দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুত সেলকুক এ তথ্য জানিয়েছেন।

টেলিভিশনের এক ভাষণে তিনি বলেছেন, শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ৩২৪ লিরা (তুর্কি মুদ্রা) থেকে বাড়িয়ে ২ হাজার ৮২৬ লিরা করা হচ্ছে।

তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতির হারের চেয়ে ন্যূন্যতম মজুরি বৃদ্ধির পরিমাণ অন্তত সাত শতাংশ পয়েন্ট বেশি বলে জানিয়েছেন মন্ত্রী জুমরুত সেলকুক।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, গত নভেম্বরে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১৪ শতাংশ।একই সময় গত ১২ মাসের মধ্যে তাদের গড় মূল্যবৃদ্ধির হার ছিল ১২.০৪ শতাংশ।