Breaking News

নিজ ঘরে ‌‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করুন: র‌্যাবসবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করে ‘থার্টি ফার্স্ট নাইট’ ও ইংরেজি নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছে র‌্যাব।
রোববার দুপুরে র‍্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ আহ্বান জানান।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক জানান, রাজধানীকে তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোনো হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোনো নাশকতার হুমকিও নেই।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ইংরেজি নববর্ষ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ কে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।