Breaking News

অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই হলেন লাশঅন্যকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাশ হয়েছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু নামে এক যুবক। বুধবার রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
এদিন বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার হালিমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু একই উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহবুবুল হক মেম্বার বাড়ির ইউছুফ আলীর ছেলে।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া জানান, বিকেলে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন মঞ্জু। হালিমের দোকানের সামনে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছনে থাকা মঞ্জু ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।