Breaking News

ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে রিমান্ডে নেয়া হবে কাল

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে রিমান্ডে নেয়া হবে কাল বলে জানিয়েছেন র‌্যাব। র‌্যাব আরও জানান, মেজর (অব.) সিনহা রাশেদের সাথে ঠিক কী হয়েছিল তা এখনো র‌্যাবের তদন্তকারীদের কাছে পরিষ্কার নয়। সোমবার (১৭ আগস্ট) সাড়ে ৮টার সময় এক ব্রিফিং-এ এমন তথ্য দেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, শিপ্রা দেবনাথের ছবি ভিডিও ছড়ানো নিয়ে র‌্যাব এর কোনো বক্তব্য নেই, শিপ্রা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। এসময়, সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্টও আমলে নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।