Breaking News

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১ জন, মোট সুস্থ ১৫০

দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট ১৫০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭০৬ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় চার হাজার ৯৬৮ টি।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ১০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। মোট মারা গেছেন ১৬৩ জন। সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে। এখন ঢাকায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জন মৃতের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী।

এলাকা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার ভিতরে ৬ জন ও ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে মারা যাওয়া ৪ জনের বয়সই ষাটের ওপর। দুই জনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। ৩০ থেকে ৪০ বছরের মধ্যের আছে আরও ২ জন।

আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।