Breaking News

বিয়ে করলেন আশুতোষ, অনুষ্ঠানের টাকা করোনা তহবিলেদেশজুড়ে করোনা সংকটে জারি লকডাউনের মধ্যেই বাড়ির ছাদে চার-পাঁচজন পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে করলেন বিগ বস সিজন ২-এর বিজয়ী আশুতোষ। বিয়ের অনুষ্ঠানের টাকা দান করলেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে।

গত রোববার নয়ডার বাড়ির ছাদেই গাঁটছড়া বাঁধলেন আশুতোষ। নয়ডার সেক্টর ১০০ বাসিন্দা আশুতোষ। বান্ধবী অর্পিতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি।

লকডাউনের নিয়ম মেনেই বিয়ে করেছেন আশুতোষ। তাঁর বিয়েতে পুরোহিত ছাড়া উপস্থিত ছিল পরিবারের চার-পাঁচজন সদস্য। ছিলেন আশুতোষের মা ও বোন এবং অর্পিতার মা ও ভাই। বিয়ের অনুষ্ঠানের যাবতীয় টাকা প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে দান করেছেন আশুতোষ। যদিও সেই পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য মেলেনি।

টেলি-টককে দেওয়া এক সাক্ষাত্কারে আশুতোষ জানান, বিয়ে তো একদম ব্যক্তিগত ব্যাপার, সেখানে অযথা ভিড় বাড়িয়ে এমনিতেও লাভ নেই। নাচ-গান, ঢোল না বাজালেও চলে। বিয়ের জাঁকজমকে অতিরিক্ত পয়সা খরচটা এমনিতেই আমার পছন্দ নয়।

বিগ বস এবং রোডিজ ছাড়া কিসমত লাভ পয়সা দিল্লি, শর্টকাট রোমিও, জিলা গাজিয়াবাদের মতো বলিউড ফিল্মেও অভিনয় করেছেন আশুতোষ কৌশিক।