দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন, মোট মারা গেছেন ১৫৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার দেশে ৪৯৭ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৭ জনের মৃত্যু হয়।