ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের স্ত্রী সবিতা কোভিন্দ গরিব অসহায় মানুষদের জন্য মাস্ক তৈরি করছেন। গত বুধবার ২২ এপ্রিল মাস্ক সেলাইরত অবস্থায় একটি ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএনআই।
করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের রাষ্ট্রপতি ঘোষিত প্রকল্প ‘শক্তি হাত’ এর কার্যালয়ে ফার্স্ট লেডি এ মাস্ক তৈরির কাজ করছেন। তার তৈরি করা মাস্কগুলো আশ্রয়ন কেন্দ্রগুলোতে গবিরদের মাঝে বিতরণ করা হবে।
এবিষয়ে এনডিটিভি জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় সবারই নিজ নিজ জায়গা থেকে কিছু করা দরকার। ফার্স্টলেডি মাস্ক তৈরি করে সেই ম্যাসেজটিই দিয়েছেন।
চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে ছয় সপ্তাহের লকডাউন চলছে।
এদিকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৮১ জনের। আর সুস্থ হয়ে ফিরে গেছেন চার হাজার ৩৭৬ জন।