Breaking News

গাজীপুরে আরও পাঁচ চিকিৎসক করোনা আক্রান্তগাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরও পাঁচজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ওই হাসপাতালের আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে করোনা পজেটিভ নিশ্চিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, কালীগঞ্জে ২৩ জন করোনা পজেটিভ রোগীর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন চিকিৎসক, চারজন নার্স এবং দুইজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রয়েছেন।

এছাড়াও কালীগঞ্জ থানায় কর্মরত পুলিশের একজন এসআই করোনায় আক্রান্ত হয়েছে। এর বাইরে বক্তারপুর ইউনিয়নের ৪ জন, তুমুলিয়া ইউনিয়নের ২ জন এবং কালীগঞ্জ পৌরসভা এলাকার ৫ জনের করোনা পজেটিভ এসেছে। তারা সকলে হোম আইসোলেশনে রয়েছেন। অবস্থার অবনতি হলে ঢাকায় হাসপাতালে পাঠানো হবে।

এছাড়া গত মঙ্গলবার গাজীপুরের তেঁতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়।