Breaking News

বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণপিরোজপুর সদর উপজেলায় বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১২ এপ্রিল) পিরোজপুর সদর থানার ওসি মো.নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত এস ডি রিপন মাহমুদ (৩৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের শারিকতলা গ্রামের খালিদ বিন ওয়ালিদ ওরফে বারেকের ছেলে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, শারিকতলা গ্রামের রিপন প্রায়ই তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।

শনিবার বিকেলে তার মেয়েকে রিপন মোবাইল ফোনে জরুরি কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বিকেলে স্থানীয় কয়েকজন খবর দেয় তার মেয়েকে, রিপন শরিকতলায় একটি ঘরে আটকে রেখেছে। পরে সেখানে গিয়ে তিনি জানাতে পারেন রিপন জোর করে তার মেয়েকে আটকে রেখে ধর্ষণ করেছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত রিপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।