রংপুর নগরীর তিন মাথা এলাকার একটি মুদি দোকান থেকে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবির বিপুল পরিমাণ ভোজ্য তেল, চিনি ও ডাল উদ্ধার করেছে রংপুর মহানগর পুলিশের গোয়ান্দারা।
এ ব্যাপারে আব্দুল হালিম নামে ওই মুদি দোকানিকেও অাটক করা হয়েছে। মহানগর ডিবি পুলিশের এডিসি উত্তম কুমার পাঠক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তারা অভিযান চালিয়ে ওই দোকান থেকে টিসিবির সয়াবিন তেলের ১০৮টি কার্টন, ৫ ও ২ লিটারের খোলা ৩৭ বোতল তেল, ১৭ বস্তা চিনি ও ১ বস্তা ডাল উদ্ধার করেন। সরকারের ন্যায্যমূল্যে বিক্রির বিপুল পরিমাণ এসব পণ্য কালোবাজারির সঙ্গে জড়িত থাকার জন্য মুদি দোকানের মালিক আব্দুল হালিমকে আটক করা হয়েছে।