Breaking News

আজকেও ঢাকায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আজ শুক্রবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এলাকা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে শনাক্ত ৯৪ জনের মধ্যে ঢাকা শহরেই রয়েছে ৩৭ জনের। ঢাকা শহরের যাত্রাবাড়ীতে সর্বোচ্চ ৫ জন শনাক্ত হয়। এছাড়া নারায়ণগঞ্জে রয়েছে ১৬ জন।

৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ৪২৪ জন। মোট মারা গেছেন ২৭ জন।

করোনা শনাক্তের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ২৫ জন।

বয়সের পরিসংখ্যানে দেখা গেছে ১০ বছরের নিচে রয়েছে ৪ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৬ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১২ জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ২৯ জন। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছে ১৬ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ১৪ জন।

মৃত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও একজন মহিলা। ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ৭০ বছরের রয়েছেন একজন।

এরআগে গতকাল দেশে ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ১ জন।