Breaking News

দেশে করোনা আক্রান্ত তিন শতাধিক রোগী শনাক্তদেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত দেশে ৩৩০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট ২১ জন আক্রান্ত মৃত্যুবরণ করেছেন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও আরও ১১২ জন রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।