মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) থেকে রাজধানীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাঈদ হাসান মিন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কৃষক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ কামাল হোসেন। কর্মসূচির সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শফিউদ্দিন আহমেদ সেন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালবাগ থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল হোসেন রানা।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমেও জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির অন্যতম লক্ষ্য। এ ধরনের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।