শেখ আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা প্রতিনিধি:
আজ ৬ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যায় জর্জরিত কর্মকর্তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় আজ থেকে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী ৪ দফা দাবিতে গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কর্মকর্তারা জানান, তারা কর্মস্থল ত্যাগ করলে বিদ্যুৎ সেবায় চরম অচলাবস্থা তৈরি হবে। বিশেষ করে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হলে তা পুনরুদ্ধারের বিকল্প কোনো ব্যবস্থা প্রশাসনের হাতে নেই। ফলে জেলার সাধারণ মানুষ সরাসরি ভোগান্তির শিকার হবেন।
দাবিগুলো হলো:
১. শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূরীকরণ করতে হবে।
২. অন্যায়ভাবে চাকরিচ্যুতির হুমকি বন্ধ করতে হবে।
৩. পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. দমন-নিপীড়ন ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,
“আমরা বিদ্যুৎ সেবা সচল রাখতে সবসময় আন্তরিক। কিন্তু ন্যায্য দাবি-দাওয়ার প্রতি কর্তৃপক্ষের অবহেলা আমাদের বাধ্য করেছে গণছুটি ঘোষণায়।”
তারা সরকারের প্রতি দ্রুত দাবিগুলো পূরণের আহ্বান জানান এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করেন।