হাছিবুল হাছান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে তিনসড়ক এলাকায় পুলিশ লাইনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ডিবির এক ওসি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি নওগাঁ জেলার ডিবি অফিসে ওসি হিসাবে দায়িত্ব ছিলেন।
দুর্ঘটনায় তার স্ত্রী লতিফা জিয়াসমিন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
ওসি মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দেয়। এতে নওগাঁর মোস্তাফিজুর রহমান নামে ডিবির এক ওসি ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওসিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা কেন গাজীপুর আসছিলেন এ বিষয়ে কিছু জানতে পারিনি।