প্রতিবেদক: গৌরব সাহা নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে ট্রেনে কা’টা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিহত বৃদ্ধ ঢাকার খিলগাঁও এলাকায় কামারের কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর দোকানে যাননি। পরে নরসিংদী রেললাইনে তার লা’শ পরে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কী কারণে তিনি নরসিংদীতে এসেছিলেন, নাকি দুর্ঘটনাবশত ট্রেনে কা’টা পড়েছেন—তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর লা’শ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।