গৌরব সাহা রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে অবস্থিত এসবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে কারখানার ভেতর ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘসময় মরদেহ ফ্যাক্টরির ভেতর পড়ে থাকলেও কর্তৃপক্ষ তৎক্ষণাত্ ব্যবস্থা নেয়নি। অভিযোগ উঠেছে, বিষয়টি গোপন করার জন্য কারখানা কর্তৃপক্ষ মাত্র ৫ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে। তবে এখনো নিহত শ্রমিকের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।