5169
Loading ...

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাটকেলঘাটা বিএনপির গণজোয়ার।

শেখ আব্দুল্লাহ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকেলে এক বিশাল আনন্দ র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

মিছিলটি পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটার প্রাণকেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয়। এতে স্থানীয় নেতা–কর্মী, সমর্থক ও হাজারো জনতা অংশগ্রহণ করেন।

মিছিলে হাজারো মানুষের মুখে একটাই স্লোগানে,দুর্দিনের হাবিব ভাই, আমরা তোমায় ভূলি নাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের জননন্দিত জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন—

“এই পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা করবো, এটিই হবে আমাদের প্রথম কাজ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাটকেলঘাটা বাজার এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *