5169
Loading ...

নাজিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ,গ্রেফতার ১

প্রান্ত মিস্ত্রি, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ বাদশা শেখ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে । পরবর্তীতে ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে সোমবার নাজিরপুর থানায় মামলা দায়ের করেন ।

গ্রেফতারকৃত মোঃ বাদশা শেখ নেছারাবাদ উপজেলার জলাবারি ইউনিয়নের কামারকাঠি এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বাদশা শেখ নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের প্রতিবন্ধী এক নারীকে অর্থের প্রলভন দেখিয়ে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ।

কিশোরীর পিতা জানান, আমার মেয়েটা মানসিক ভারসাম্যহীন । আমার মেয়ে চৌঠাইমহল স্ট্যান্ড এর কয়েকটি দোকানে পানি সরবরাহের কাজ করে।

কয়েকদিন আগে আমার মেয়ের শারীরিক গঠন দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলে মেয়ে বাদশা শেখ এর ধর্ষণের শিকারের ঘটনা সব খুলে বলে।

পরবর্তীতে আমি মেয়েকে ডাক্তার দেখাই। ডাক্তার বলে মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা । কিশোরীর পিতা ধর্ষণকারীর দ্রুত বিচারের দাবি জানান এবং অপরাধীর শাস্তি কামনা করেন।

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান,

মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমরা এ সংবাদ পেয়ে তার পরিবারকে ডাকি এবং প্রতিবন্ধী মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত বাদশা শেখকে গ্রেফতার করা হয়েছে।

এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে ।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *