5169
Loading ...

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ১৮ জেলে

কে এম বেলাল
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা,
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার মালিকানাধীন এফবি আবদুল্লাহ তুফান নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জন জেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনো মেলেনি।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে। ট্রলারটি তীর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ডুবে যায়।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ডুবির শিকার হওয়া ট্রলারটির নাম এফবি আবদুল্লাহ তুফান। এটি সগির কোম্পানির মালিকানাধীন এবং ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

ট্রলারের মালিক মো. সগির হোসেন বলেন, ট্রলারের জেলেরা সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। রাত আড়াইটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যে ট্রলারটি ডুবে যায়। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে লাফিয়ে পড়েন। পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলার তাদের উদ্ধার করে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানে এখনও চেষ্টা চলছে।

কে এম বেলাল
পাথরঘাটা বরগুনা
০১৭৭৭৯৮৩২৪৪
২ সেপ্টেম্বর ২০২৫ ইং

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *