5169
Loading ...

নেত্রকোণায় বাস চাপায় প্রাণ গেল নারী পথচারীর

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় বাসচাপায় প্রাণ গেল এক অজ্ঞাত নারী পথচারীর। জেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে পারাপারের সময় পেছনে দিক থেকে দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩০।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহারাজ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে। বাসটি পুলিশ জব্দ করেছে। নারীর মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *