5169
Loading ...

কালো কাপড়ে নীরব প্রতিবাদ-দূর্নীতি দমনচক্রের বিরুদ্ধে পল্লি বিদ্যুৎ সমিতির লড়াই

শেখ আব্দুল্লাহ আল মামুন , সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) দমন–নিপীড়ন, দুর্নীতি, চাকরিচ্যুতির হুমকি ও নিম্নমানের মালামাল ক্রয়ের প্রতিবাদে তৃতীয় দিনের মতো (২সেপ্টেম্বর) শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা তারই অংশ হিসেবে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পাটকেলঘাটা অফিস ক্যাম্পাস ।

বিদ্যুৎ গ্রাহকদের সেবা সচল রেখেই তারা মুখে কালো কাপড় বেঁধে এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা বলেন—
“পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসনের বিরুদ্ধে মুখ খুললেই বরখাস্ত, সংযুক্তি বা চাকরিচ্যুতির শাস্তি দেওয়া হয়। তাই আজ আমরা নীরব থকেও স্পষ্ট বার্তা দিলাম।”

মাঠপর্যায়ের কর্মীদের ক্ষোভ

আন্দোলনকারীদের দাবি, দেশের ১৪ কোটি মানুষের ঘরে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে তারাই দিনরাত পরিশ্রম করছেন। অথচ—

কেন্দ্রীয়ভাবে চাপিয়ে দেওয়া অদক্ষ ব্যবস্থাপনা,

নিম্নমানের যন্ত্রাংশ ও মালামাল কেনা,

গ্রাহকবান্ধব নীতিমালার অভাব,

—এসব কারণে সেবা ব্যাহত হচ্ছে। তারা বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং গ্রাহকদের কাছে মানসম্পন্ন সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকেই শুরু হয়েছে।

শান্তিপূর্ণ কর্মসূচি, সেনা ও পুলিশের পর্যবেক্ষণ

অবস্থান কর্মসূচির সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কয়েকটি সমিতিতে সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তারা শান্তিপূর্ণ ও জনদুর্ভোগমুক্তভাবে কর্মসূচি পালনের জন্য আন্দোলনকারীদের ধন্যবাদ জানান।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই শান্তিপূর্ণ আন্দোলন আগামীকালও অব্যাহত থাকবে।
তাদের ঘোষণা—

“দুর্নীতি, দমননীতি ও জবাবদিহিহীন ব্যবস্থাপনার অবসান না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *