ইকরাম (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রতিনিধি: মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JSTU)-তে রোভার স্কাউটস কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন পতাকা উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ও জাবিপ্রবি স্কাউটসের গ্রুপ সেক্রেটারি প্রদ্যুত পাল ।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন রোভার স্কাউটসের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রমকে প্রতিষ্ঠিত করতে তিনি দৃঢ়ভাবে কাজ করে যাবেন, প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করবেন এবং শিক্ষার্থীদের ক্যাম্পিংসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবেন।
এসময় সহকারী অধ্যাপক প্রদ্যুত পাল স্কাউটিং, সমাজসেবা ও ব্যক্তিগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে উপ-উপাচার্যের সাথে সমন্বয় করে এ কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফাহিম ও জুবায়দুর তাদের প্রতিক্রিয়ায় জানান, রোভার স্কাউটসের মতো কার্যক্রমে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত । হাইকিং, ক্যাম্পিংসহ নানা ধরনের কার্যক্রম তাদের পড়াশোনার পাশাপাশি জীবনধারায় নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেন। শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের কার্যক্রম শুধু সার্টিফিকেটেই সীমাবদ্ধ নয়, বরং আলাদা পরিবেশে কাজ করার সুযোগ এবং দলগত অংশগ্রহণ তাদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে জীবন মুখি কার্যক্রম যেমন- রান্না , দলগত কাজ ও স্কাউটিং দক্ষতা শেখানো হয়। এছাড়া ছোটখাটো সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অল্প সময়ের এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটসের এই সূচনা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব এবং মানবিক গুণাবলির বিকাশে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।