5169
Loading ...

সুনামগঞ্জে জমিয়ত নেতার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, আদালতে ৩ দিনের রিমান্ডে আব্দুল হাফিজ

তুর্য দাস (সুনামগঞ্জ) প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংগঠনের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফ এম সাফায়েত সালাম এই আদেশ দেন।

আদালত চত্বরে আব্দুল হাফিজের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন জমিয়তের নেতাকর্মীরা। এতে কেন্দ্রীয় নেতা মাওলানা আনোয়ার হোসাইন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা নেতা মাওলানা রুকন উদ্দীন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান ও যুবনেতা ত্বোহা হোসাইন উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম ও অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, “এটি পূর্বপরিকল্পিত কি না, রাজনৈতিক কোনো বিরোধ জড়িত কি না কিংবা খুনের ঘটনা কি না—এসব উদঘাটনের জন্য আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন।”

এর আগে সোমবার ভোরে সিলেট নগরী থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রবিবার রাতে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করলে বিচারক সাফায়েত সালাম জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সেদিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন।

গেল মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের গাজীনগরের বাড়িতে ফেরার পথে মদনপুর এলাকা থেকে নিখোঁজ হন মুশতাক। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *