5169
Loading ...

সুনামগঞ্জে বালুবাহী ট্রাকের জ্যামে সন্তান প্রসব, চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যু

তূর্য দাশ,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বালুবাহী ট্রাকের জ্যামে আটকে থেকে চিকিৎসা না পেয়ে নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে উপজেলার লক্ষিপুর ও সুরমা ইউনিয়নের মধ্যবর্তী রাবারড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষিপুর ইউনিয়নের চকবাজার এলাকার শফিকুল ইসলাম (৩০) গর্ভবতী স্ত্রী রৌশনারা বেগম (২৩) কে হাসপাতালে নেওয়ার পথে দীর্ঘ যানজটে আটকে পড়েন। খাসিয়ামারা নদী থেকে বালু বহনকারী ট্রাক, পিকআপ ও ঠেলাগাড়ির জ্যামে প্রায় দেড় ঘণ্টা আটকে থেকে সড়কের ওপরেই সন্তান প্রসব করেন তিনি। জন্মের পরপরই নবজাতক শিশুটি মারা যায়। পরে সন্ধ্যা ৭টায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহত নবজাতকের স্বজনরা বালু ইজারাদার ও প্রশাসনের অবহেলাকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পিতা শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, বালুবাহী গাড়ির কারণে প্রতিনিয়ত জনজীবন বিপর্যস্ত, আর এর মাশুল দিতে হলো তাদের সন্তানকে হারিয়ে।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন বলেন, জন্মের পরপরই অক্সিজেন পেলে শিশুটি বাঁচার সম্ভাবনা ছিল।

এদিকে, খাসিয়ামারা নদীর ইজারাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তায় জ্যাম হতেই পারে, এর দায় ইজারাদারের নয়।” তবে তিনি দাবি করেন, প্রশাসনের সঙ্গে কথা বলে ভবিষ্যতে জ্যাম না থাকার ব্যবস্থা নেওয়া হবে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহও জানান, বালু পরিবহনের কারণে জনদুর্ভোগ সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *