5169
Loading ...

কুয়াকাটায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার অন্যতম হোতা মিলু গ্রেফতার

তানজিল জামান জয়,(পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম হোতা ইলিয়াস হোসেন মিলু (৪৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশ। মিলু কুয়াকাটার প্রভাবশালী মাদক কারবারিদের একজন এবং একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। বাড়ি কুয়াকাটা পৌরসভার হুইচ্যানপাড়া গ্রামে। পটুয়াখালী ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে গ্রেফতার করে পুলিশ, পরে তার জবানবন্দীও গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছে নিজ বাসায় প্রবেশের মুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা সাংবাদিক মিরনের ওপর বর্বরোচিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়, অপর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, কপাল, পেট ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপানো হয়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মিরনের ওপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ঘটনার প্রতিবাদে গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।
অবশেষে মামলার অন্যতম হোতা ইলিয়াস গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *