তানজিল জামান জয়,(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনপল্লী গঙ্গামতি চরে উপকূলীয় বনভূমি পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে ‘গ্রীণ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও বনবিভাগ মহিপুর রেঞ্জ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও সাংবাদিক রাসেল মোল্লা উপস্থিত ছিলেন।
ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘উপকূলীয় অঞ্চলের বন নিধন প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন শুধু পরিবেশ রক্ষায় নয়, প্রাকৃতিক দুর্যোগে ঝড়-জলোচ্ছ্বাসের আঘাত থেকে প্রতিরক্ষামূলক দেয়াল হিসেবে কাজ করে। শিশুদেরকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে সচেতন প্রজন্ম গড়ে উঠবে।’
মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, স্থানীয় জনগোষ্ঠীকে বন রক্ষায় উৎসাহিত করতে কর্মসূচির অংশ হিসেবে সাগরতীরবর্তী সংরক্ষিত বনে গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।