তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে কলাপাড়ায় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহায়তায় প্রান্তজন এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। পরে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, বায়ুদূষণ এখন বিশ্বের শীর্ষ মৃত্যুকারণগুলোর একটি এবং প্রতিবছর লাখ লাখ মানুষ এতে অকালমৃত্যুবরণ করছে। তারা আরও বলেন, দূষণের প্রভাব শুধু মানুষের স্বাস্থ্য নয়, প্রাণী, উদ্ভিদ ও জলবায়ুতেও মারাত্মক প্রভাব ফেলছে।
আলোচনায় অংশ নেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মো. নজরুল ইসলাম এবং প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। বক্তারা দ্রুত ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নের দাবি জানান।
পথসভা থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—
ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার;
জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন;
পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন;
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (২য় ফেইজ) বাতিল;
এবং ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়ন।
কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, এনজিওকর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা বিভিন্ন শ্লোগান দেন।