5169
Loading ...

লালমনিরহাটে দীর্ঘদিনের দুঃসাহসিক কর্মকাণ্ডের পর অবশেষে গত কাল ০৫ সেপ্টেম্বর ২০২৫ ইং ধরা পড়েছে ৷

কালীগঞ্জ-মহেন্দ্রনগর সড়কের কুখ্যাত ছিনতাইকারী মাসুদ রানা৷ লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া দুর্ধর্ষ ছিনতাইকারী দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সে যাত্রী সেজে কখনো অটোরিকশায়, আবার কখনো মোটরসাইকেলে আরোহন করে সে বিশেষ করে মহিলাদের টার্গেট করত।

অসহায় নারীদের কাছ থেকে ভেনিটিব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যেতো। ফলে ওই সড়কে চলাচলকারী নারী-পুরুষদের মধ্যে চরম ভীতির পরিবেশ তৈরি হয়েছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম মোঃ মাসুদ রানা (২৮) পিতা- মো: আব্দুল খালেক, মাতা- মোছা: মাহফুজা বেগম, বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চরিতাবাড়ী এলাকায়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত হেলমেট, কিছু নগদ অর্থ ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

লালমনিরহাটের মধ্যে যাদের এ ধরনের মালামাল ছিনতাই হয়েছে তাদের থানায় এসে অভিযোগ পত্র জমা দেয়ার জন্য বিষেষ ভাবে আহ্বান জানিয়েছেন৷

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, এই দুর্ধর্ষ ছিনতাইকারী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখেছিল। বিশেষ করে মহিলারা ছিলেন সবচেয়ে বেশি আতঙ্কিত। তাকে গ্রেফতারের ফলে কালীগঞ্জ-মহেন্দ্রনগর সড়কে স্বস্তি ও নিরাপত্তা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ এর ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে দ্রুত আদালতে প্রেরণ করা হবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *