5169
Loading ...

পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা, ভাই-ভাবি গুরুতর আহত।

শেখ আব্দুল্লাহ আল মামুন।
সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় শাহিনুর কবির নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শাহিনুর কবিরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহিনুর কবির সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে শাহিনুর কবিরের ওপর অতর্কিত হামলা চালায়। পরে দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে তাকে পুনরায় মারধর করা হয়। এ সময় তার ছোট ভাই ও ভাবি এগিয়ে এলে তাদেরও রক্ষা করা হয়নি। ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল্লাহ গুরুতর জখম হন এবং পারুল সুলতানার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও রয়েছে।

শাহিনুরের দাবি, আওয়ামী ঘনিষ্ঠ মহলের প্রশ্রয়ে হাসানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর আগে বিএনপির কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাকে র‍্যাব গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাভোগও করতে হয়।

এ ঘটনায় আহতদের বাবা লিয়াকাত গাজী বাদী হয়ে হাসানসহ ১০ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন, “জমির কাগজ আমাদের নামে রয়েছে, তবে তারা জোর করে দখল করে রেখেছে।” তবে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যান তিনি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিনুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *