বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসময় সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক যুবক স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবককে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
মোংলায় ইয়াবাসহ যুবক আটক
