5169
Loading ...

মগড়া নদী দখল-দূষণ মুক্ত রাখার দাবিতে নেত্রকোণায় গণস্বাক্ষর অভিযান

মামুন রণবীর,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদী বর্তমানে মারাত্মক দূষণ ও দখলে অস্তিত্ব সংকটে পড়েছে। এ পরিস্থিতি থেকে নদীটি রক্ষার দাবিতে শনিবার (৬ সেপ্টেম্বর) জেলা শহরে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আয়োজন করে নেত্রকোণার সচেতন নাগরিক, নেটওয়ার্ক মেম্বার বেলা, স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ, এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খান, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী ও স্বেচ্ছাসেবকগণ।

স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়ে মগড়া নদী দূষণ ও দখল মুক্ত করার বিষয়ে সচেতনতা তৈরি করেন। এসময় জেলার নাগরিকরা একমত হয়ে স্বাক্ষর প্রদান করেন।

আয়োজকরা জানান, মগড়া নদী রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ দাবি সরকারকে জানানো হবে এবং নদীটিকে টিকিয়ে রাখতে আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা হবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *