5169
Loading ...

ফরিদপুরের বোয়ালমারীতে ছাগল চোর আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরের বোয়ালমারীতে দিনে দুপুরে পিকআপে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে তিন চোর। পরে তাদের গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। গত শুক্রবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছাগলের মালিক মিঠাপুর গ্রামের সফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ পিকআপসহ তিন চোরকে উদ্ধার করে।

আটক চোরেরা হলো– ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আবদুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু শেখ (২৭)।

জানা যায়, শুক্রবার বিকেলে মিঠাপুর গ্রাম থেকে সফিকুলের দুটি ছাগল চুরি করে পিকআপে তুলে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর বাজারে পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। খবর দেওয়া হলে পুলিশ পিকআপসহ চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই ছাগলের মালিক সফিকুল ইসলাম ধৃত তিনজনকে আসামি করে মামলা করেন। শনিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *