তানজিল জামান জয়, (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলছাত্রী লামিয়া হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন বালিয়াতলী এলাকায় এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মামলার আসামি সোহেলের মা হাজেরা খাতুন ও স্থানীয় তাবিদ আদনান বাদলসহ অনেকে। তারা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে নিহত লামিয়ার মা হালিমা বেগমকে দায়ী করেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই দাবি তুলেছিলেন আরেক আসামির মা জায়েদা বেগম।
প্রসঙ্গত, গত ৩০ জুন রাতে বালিয়াতলী গ্রামে একটি চাম্বল গাছ থেকে স্কুলছাত্রী লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লামিয়ার মা হালিমা বেগম ৩ আগস্ট চারজনকে আসামি করে মামলা করেন। অভিযোগে বলা হয়, লামিয়াকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। আদালতের নির্দেশে ১২ আগস্ট কলাপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।