তানজিল জামান জয়,পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কলাপাড়া পৌর শাখার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদুরতলী সুলিজ এলাকায় শতাধিক নেতাকর্মীর প্রাণবন্ত উপস্থিতিতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভাস্থলজুড়ে ব্যানার-পোস্টারে সাজানো মঞ্চ এবং কর্মীদের একের পর এক স্লোগান পুরো এলাকা মুখরিত করে তোলে। কর্মীদের প্রাণশক্তি, উচ্ছ্বাস ও সমবেত কণ্ঠে রাজনৈতিক আবহ যেন নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়। বক্তৃতায় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন,
“পতিত স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে গেছেন। আগামী দিনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নানু মুন্সি বলেন,
“গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের পাশে থেকে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।”
সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান কাজল তালুকদার সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি ও জনাব তারেক আনাম সুমন সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি।
কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশাররাফ কল্লোল বিশ্বাস। তিনি বলেন,
“আমরা একটি ঐক্যবদ্ধ সংগঠন গড়তে চাই। বিএনপির বিজয়ের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে নিবেদিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের উদ্বোধক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুর এলাহী বলেন,
“দলীয় আদর্শ ও নীতির প্রতি অটল থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়াই এখন সময়ের দাবি।”
সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও টিম লিডার শেখ মো. সালাউদ্দিন, মো. আরিফ বিল্লাহ্ এবং মো. রাজিবুল ইসলাম রাজিব।
বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তরুণ কর্মীদের উচ্ছ্বাস ও টানা স্লোগান কর্মীসভাকে প্রাণবন্ত ও প্রাণোচ্ছল করে তোলে।