তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মারুফ মিয়া (১৯)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কসবা (এনায়েতগঞ্জ) গ্রামের আবু শহিদের ছেলে।
শুক্রবার বিকেলে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক মারুফ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।