মো. আবু নাঈম (টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়ায় সখিপুর থানার ওসি’র নেতৃত্বে চেকপোস্ট অভিযানে ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং নগদ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন শহিদুল ইসলাম (৩২), পিতা: জাহাঙ্গীর মৃধা, মাতা: সাপিয়া বেগম, সাং: দেশন্তারকাটি, থানা: বেতাগী, জেলা: বরগুনা,
মো. আরিফুল ইসলাম (৪৫), পিতা: আব্দুল মান্নান, মাতা: মৃত রুবি বেগম, সাং: আটঠোকা, থানা ও জেলা: জয়পুরহাট,
রাসেল মিয়া (৩২), পিতা: সোনা মিয়া, মাতা: রাশেদা বেগম, রাকিবুল ইসলাম রকি (২৫), পিতা: সোনা মিয়া, মাতা: রাশেদা বেগম, উভয়ের ঠিকানা: কদমতলা মোড়, ৬ নং ওয়ার্ড, সখিপুর পৌরসভা, থানা: সখিপুর, জেলা: টাঙ্গাইল।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।