মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণিপুর হযরত আবু বকর (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামি যুব কল্যাণ পরিষদ গণিপুরের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯শে আগস্ট, শুক্রবার রাত ৮টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাফিজ রজব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব রুহেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন, প্রবাসী আব্দুল হান্নান, হাফিজ রশিদ আহমেদ, রইস আলী, মানিক মিয়া সর্দার ও ক্বারী জয়নাল আবেদীন।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রবাসী আনোয়ার হোসেন, সভাপতি রুবেল আহমেদ, ক্বারী লায়েক আহমেদ, মাওলানা কয়ছর আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।