5169
Loading ...

চট্টগ্রামের রাউজানে মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মো: তানজিম হোসাইন, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধ্যম আধারমানিক উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ধর্মীয় অনুরাগের প্রকাশ ঘটায়।

অনুষ্ঠানকে ঘিরে গঠিত উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন ইসলাম ধর্মীয় শিক্ষক মিজানুল হাসান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক শামসুল আলম, তানজিম হোসাইন, তওহীদুল ইসলাম ও এরশাদ শিকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সি. শিক্ষক জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর নৈতিক শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধু আনন্দ নয়, বরং শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীদের চারিত্রিক গঠন ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ।” ইংরেজি শিক্ষক মো: তানজিম হোসাইন বলেন, “আমাদের মিলাদের সম্মিলিত মুনাজাতে যেন ফিলিস্তিনের অসহায় নিপীড়িত মানুষের কথা ভুলে না যাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিলেন। আজ যখন নিরীহ শিশু ও মানুষ অবরুদ্ধ ভূমিতে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, তখন আমাদের দোয়া ও অবস্থান তাদের জন্য হওয়া উচিত।”

শেষ পর্যন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের যে আন্তরিকতা ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, তা প্রমাণ করে—প্রজন্মের ভেতরে নবীজীর আদর্শে চলার অঙ্গীকার বেঁচে আছে। এই অঙ্গীকারই তাদের আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পথ দেখাবে।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *